Yescoin Price । Yescoin মাইনিং করবেন কিভাবে ?

আজকে আমরা কথা বলব Yescoin নিয়ে । ইতিমধ্যে আমাদের মাঝে ঝড় তুলে দিয়ে গেছে Notcoin । Notcoin দিয়ে অনেক মানুষে লাখ লাখ টাকা ইনকাম করেছে । বর্তমান সময়ে ২ টি টেলিগ্রাম বট ঝড় তুলছে । প্রথমটি হচ্ছে Tapswap আর দ্বিতীয়টি Yescoin । Tapswap জানা গিয়েছে যে ১লা জুলাই মাইনিং বন্ধ হয়ে যাবে এবং ১৫ তারিখে  সবাইকে পেমেন্ট করবে ।



Yescoin নিয়ে যা যা বলব আজকে 

প্রথমত আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলব । ১ হচ্ছে মাইনিং কিভাবে করবেন । ২ হচ্ছে কোন প্রতি কত টাকা পেতে পারেন । ৩ হচ্ছে লিস্টেড কবে হবে । এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব । তাহলে বেশি দেরি না করেই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি । 


১. কিভাবে মাইনিং করবো ?

প্রথমে আপনি নিচে দেখতে পারবেন Yescoin Bot লেখা একটি বাটন আছে । সেই বাটনে ক্লিক করে সরাসরি টেলিগ্রামে বট স্টার্ট করবেন । করার পর Play বাটুন লেখা সেটিতে ক্লিক করে বটে প্রবেশ করবেন । পড়ে দেখতে পারবেন Back To Home বাটনটিতে ক্লিক করে দিবেন । দেয়ার পর স্ক্রিনে অনেকগুলো কয়েন দেখতে পারবেন । সেখানে শুধু মোবাইলের স্ক্রিনে কয়েন এর উপর হাত দিয়ে ঘষাঘষি করবেন । তাহলে দেখতে পারবেন আপনার কয়েন গুলো সংগ্রহ হচ্ছে । যদি না পারেন তাহলে আপনি দেখতে পারবেন নিচের টিউটোরিয়াল ভিডিও লেখা সেই বাটনটিতে ক্লিক করবেন । সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে । অথবা ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে । আপনি ভিডিওটি দেখে করে নিবেন ।


Listed কবে হবে ? 

এই প্রশ্নটির জবাব আমি নিজেও জানিনা । তাদের টেলিগ্রাম চ্যাট গ্রুপে একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছিল কবে  লিস্টেড হবে । তখন মডারেটর জবাব দিয়েছিল আমাদের প্রজেক্টি নতুন এখন মাইনিং করার সময় । আমরা পরবর্তী নিউজ এ জানাবো আমাদের লিস্টের ডেট । তাহলে আপনারা বুঝতে পেরেছেন লিস্টেড কবে হবে এই সম্পর্কে ।


কয়েন প্রতি কত টাকা ? 

এই প্রশ্নটির জবাব ও আমার কাছে নেই । এ সম্পর্কে কোন তথ্য আমরা জানতে পারিনি । জানতে পারলে এই ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবেন । এই ওয়েবসাইটটিতে নিচে দেখতে পারবেন ইমেইল দিতে বলেছে সেখানে আপনি আপনার ইমেইল দিয়ে ভেরিফাই করে নিবেন । যেন পরবর্তী নতুন কোন পোস্ট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ।


তাহলে আমি আজকের মত বিদায় নিচ্ছি । পোস্টটি তে যদি কোন ভুল হয়ে থাকে । তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । যদি পোস্টটি ভাল লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন । 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মানি মার্কেটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url